অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে ২ রানে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে মেয়েদের যেকোনো পর্যায়ের ক্রিকেটে লাল সবুজের দলের এটা প্রথম জয়।
কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৩ রান তোলে ইংল্যান্ড। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে সমান রানে থামে বাংলাদেশের ইনিংস।
সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। তিন বলে এক ছক্কার সাহায্যে ৮ রান করেন সাদিয়া আক্তার। লক্ষ্য তাড়ায় হাবিবার করা ওভারটি থেকে ৯ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। যেখানে সুমাইয়া আক্তারদের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।