স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বার্সেলোনা। এটা প্রতিযোগিতায় কাতালান পাড়ার ক্লাবটির ১৫তম শিরোপা। এতো বেশি শিরোপা জিততে পারেনি আর কোনো দল। ১৩ বার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে রিয়াল।
১৫তম শিরোপা জেতা ম্যাচের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয় রিয়াল। ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই চার গোল করে বার্সা। এ সময়ে একবার করে লক্ষ্যভেদ করেন লামিনে ইয়ামাল, রবার্তো লেভানডফস্কি, রাফিনহা ও ভালদে।
বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে শেষ গোল করেন রাফিনহা। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার গোলরক্ষক স্টেসনি। একজন কম নিয়ে খেললেও বাকি সময়ে সে সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। কেবলমাত্র ৬০ মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধানই কমাতে পেরেছে তারা।