লিটন দাস কেমন করবেন? ঢাকা ক্যাপিটালস আর দূর্বার রাজশাহীর ম্যাচের আগে এই আলোচনটাই ঘুরে ফিরে আসছিল। ম্যাচে লিটনের ব্যাটিং দেখে একটিবারের জন্যও মনে হয়নি আজ রবিবার সকালেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন। তার পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। দুজনের সেঞ্চুরিতে রেকর্ডবুকে হয়েছে অনেক অদল-বদল। তাতে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাড়ায় ১ উইকেটে ২৫৪ রান।
দুই দুইবার জীবন লিটন দাসের সেঞ্চুরি পূর্ণ হয় ৪৪ বলে। অন্যদিকে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পূর্ণ করেন ৬২ বলে। দুজনের সেঞ্চুরিতে রেকর্ড ২৪১ রানের জুটি গড়েন লিটন-তামিম। বিপিএলে যে কোনো উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রান। এ ছাড়া যে কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে আইপিএলে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স গুজরাট লায়ন্সের বিপক্ষে ২২৯ রানের জুটি গড়েছিলেন।
এ ছাড়া বিপিএলের একই ইনিংসে জোড়া সেঞ্চুরির দ্বিতীয় ঘটনা ঘটেছে। এর আগে ২০১৯ সালে রংপুর রাইডার্সের হয়ে একই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির দিনে দ্রুততম শতকের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন লিটন। ৪৪ বলে সেঞ্চুরি করা লিটন এখন ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে বিপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। বাংলাদেশিদের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
এতোসব রেকর্ড করা লিটন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৫ বলে ১২৫ রান করে। তানজিদ তামিমের ব্যাটে আসে ৬৪ বলে ১০৮ রান।