ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে শহরটিতে এ হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা টার্গেট করে অন্তত দুটি গাইডেড এরিয়াল বোমা ফেলা হয়। এতে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়, পুড়ে যায় কয়েকটি গাড়ি।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে। সূত্র: রয়টার্স