আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশেরও নিচে থেকে শেষ করেছে পাকিস্তান। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে দলটা। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে তার ছাপ পড়েনি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা ঠিকই উন্নতি করেছেন সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে।
ব্যাটারদের তালিকায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পাঁচ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও দুই ধাপ এগিয়ে এখন ১৯তম স্থানে অবস্থান করছেন।
পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ এক লাফে ১২ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, সালমান আলি আগা এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ২২তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ব্যাটারদের শীর্ষ তিনে পরিবর্তন নেই। ইংল্যান্ডের জো রুট প্রথম স্থান ধরে রেখেছেন। তার পরে আছেন হ্যারি ব্রুক এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ভারতের জসপ্রীত বুমরাহ শীর্ষস্থান ধরে রেখেছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এক ধাপ করে এগিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠেছেন।
অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ২৯ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। তিনি এখন ১০ম স্থানে অবস্থান করছেন। অলরাউন্ডারদের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন।