গাজায় ইসরাইলের আগ্রাসন দিন দিনই বাড়ছে। হামাসের হাতে জিম্মি নিজ দেশের নাগরিকদের মুক্ত করতে এ হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। জিম্মি মুক্তির জন্য ইসরাইলের পাশাপাশি নিরলস চেষ্টা চালিয়েছে বাইডেন প্রশাসন। তারপরও এর কোনো অগ্রগতি হয়নি।
এবার জিম্মি মুক্তি দেওয়া নিয়ে হামাসকে রীতিমতো হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে হামাসকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে, যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যজুড়ে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে বলে হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
৭ জানুয়াারি মঙ্গলবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার আগামী প্রশাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার সময় একথা জানান। ২০ জানুয়ারি ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের ঠিক ১৩ দিন আগে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা প্রসঙ্গ ছাড়াও পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডার ওপর আমেরিকার নিয়ন্ত্রণের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। পানামা খাল ও গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে প্রয়োজনে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেননি নবনির্বাচিত এই প্রেসিডেন্ট।
তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান। এসময় তিনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্টকে আরও সুশৃঙ্খল ও কূটনৈতিক বিবৃতি দিতে হবে।