বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে লড়াইয়ের পুঁজিও দাঁড় করাতে পারেনি তারা। ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়েছে ঢাকা।
টস হেরে আগে ব্যাট করেতে নামে ঢাকা। উইকেটে সেট হন দলটির ৩ ব্যাটার হাবিবুর রহমান সোহান, জেসন রয় ও তানজিদ হাসান তামিম। যদিও কেউই ইনিংস বড় করতে পারেননি। সোহান ১৪, জেসন ১৮ ও তামিম ২০ রান করে ফিরে যান।
হাল ধরতে পারেনি লিটন দাস, সাব্বির রহমানরা। এই দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৯ ও ২ রান। গোল্ডেন ডাক মারেন অধিনায়ক থিসারা পেরেরা। বিপিএলের মাঝপথে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ১২ রান করে ফিরে যান। ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে সমান রান করেন আলাউদ্দিন বাবু। রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন নাহিদ রানা। আকিফ জাভেদ ও খুশদিল শাহ’র শিকার ২টি করে উইকেট।