বিপিএল শুরু হতে না হতেই খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগই খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রশ্নের মুখোমুখি হন। বুধবার তিনি আশা করেন যে, খেলোয়াড়রা তাদের পারিশ্রমিকের অর্থের পুরোটা ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে পাবেন।
বিপিএলের নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করা হবে। বাকি ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ টুর্নামেন্ট চলার সময় এবং অবশিষ্ট ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষে ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের দেবেন। কিন্তু বরাবরের মতো এবারও ফ্র্যাঞ্চাইজিরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেলোয়াড়দের পারিশ্রমিক মিটিয়ে দেননি।
বিষয়টি বিসিবি সভাপতির দৃষ্টিতে আনা হলে তিনি বলেন, ‘খেলোয়াড়রা টাকা পাবেন না, এমন নয়। বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সরাসরি কথা বলেছি। বাংলাদেশের ক্রিকেটে ওরাও বিনিয়োগ করছে। গত চার মাসে সবার দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টি দেখতে হবে।’
নিয়মানুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বিসিবির ব্যাংক গ্যারান্টি রাখার কথা। কিন্তু এবার গ্যারান্টি মানি রাখা হয়নি। তাই পারিশ্রমিক ইস্যুতে খেলোয়াড়দের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে পড়েছে।