নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দলটি লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। তারাও এর আগের ম্যাচ হেরে যাওয়াও ম্যাচটি তাদের জন্যও ঘুরে দাঁড়ানোর লড়াই।
মিরপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৪০ রানের বড় ব্যবধানে হেরেছিল ঢাকা। অন্যদিকে দুর্বার রাজশাহী তাদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ১৯৮ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও জয় পায়নি।
ঢাকা ক্যাপিটালস একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, শাহাদাত হোসেন, স্টিফেন ইসকিনাজি, থিসারা পেরেরা (অধিনায়ক), চতুরঙ্গ ডি সিলভা, শুভাম রানজানে, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দুর্বার রাজশাহী একাদশ: আনামুল হক (অধিনায়ক), মোহাম্মদ হারিস, জিসান আলম, আকবর আলী, সাব্বির হোসাইন, ইয়াসির আলী, রায়ান বার্ল, তাসকিন আহমেদ, হাসান মুরাদ, মহর শেখ, শফিউল ইসলাম।