মারিয়া হাওলাদার দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো: জহিরুল ইসলাম। তারা ২০২৫ সালের ১ জানুয়ারি নিজ নিজ অফিসের দায়িত্ব গ্রহণ করেছেন।
আইসিএবি’র প্রেস এন্ড পাবলিকেশন বিভাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে বিদায়ী আইসিএবি প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দীণ তার ২০২৪ সালের মেয়াদ শেষ করেছেন।
জানা যায়, মারিয়া হাওলাদার বর্তমানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মহাসচিবের দায়িত্বে এবং টানা দুই মেয়াদে সংগঠনটির বোর্ড পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন । তিনি হাওলাদার মারিয়া অ্যান্ড কোং (এইচএমএসি) চার্টার্ড একাউন্ট্যান্টসের (ক্রেস্টন গ্লোবালের সদস্য সংস্থা) ব্যবস্থাপনা অংশীদার এবং প্রতিষ্ঠাতা। এর আগে ২০২১ এবং ২০২৪ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস অ্যান্ড মেম্বারস সার্ভিসেস)-এর দায়িত্বে ছিলেন।
মো: জহিরুল ইসলাম এ. কাসেম অ্যান্ড কোং এর অংশীদার। ২০২৪ সালে আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জহির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে কর ও কর্পোরেট আইন অনুশীলন করে আসছেন। রোটারি ইন্টারন্যাশনালের সদস্য এবং রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটির সভাপতি ছিলেন। তাছাড়াও তিনি চিটাগাং ক্লাব লিমিটেড, চিটাগাং বোট ক্লাব, নর্থ গুলশান ক্লাব লিমিটেড এবং ভাটিয়ারী গলফ ক্লাবের আজীবন সদস্য।