রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটি, নেতৃত্বে মাহবুব ও হেলাল

  • সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১০.৪৮ এএম
  • ১৩ জন

বাংলাদেশ অর্থনীতি সমিতির ২৯ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। প্রফেসর ড. মাহবুব উল্লাহকে কমিটির আহ্বায়ক ও প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। সমিতির বর্তমান সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

অন্তর্বর্তীকালীন কমিটির অন্য সদস্যরা হলেন–প্রফেসর আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, প্রফেসর ড. এ কে এম আতিকুর রহমান, প্রফেসর ড. এম এ তসলিম, প্রফেসর ড. এ টি এম নূরুল আমিন, প্রফেসর ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রফেসর ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, প্রফেসর ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, প্রফেসর ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, প্রফেসর ড. এ এইচ এম সেলিমউল্লাহ, প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম ও সৈয়দ এসরারুল হক সোপেন।

চলতি বছরের ১৮ মে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচনে সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নেতৃত্বে ২৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটি দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হলো।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com