বক্সিং ডে টেস্টে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী দলকে ৩৪০ রানের লক্ষ্য দিয়েছিল প্যাট কামিন্সের দল। জবাবে ১৫৫ রানে অল আউট হয়েছে রোহিত শর্মার দল।
বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৩৩ রানেই ৩ ব্যাটারকে হারায় তারা। ভারতীয় শিবিরে প্রথম আঘাতটা হানেন কামিন্স। দলীয় ২৫ রানে রোহিতকে মিচেল মার্শের হাতে ক্যাচ বানান অজি দলপতি। ৯ রানের বেশি করতে পারেননি সিরিজজুড়ে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ভারতীয় সেনাপতি।
একই ওভারে লোকেশ রাহুলকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন কামিন্স। রানের খাতা খুলতে পারেননি রাহুল। দলের হাল ধরতে ব্যর্থ হন বিরাট কোহলি। রোহিত, রাহুলের বিদায়ের কিছুক্ষণ পর মিচেল স্টার্কের বলে উসমান খাজার হাতে ক্যাচ দেন সাবেক অধিনায়ক। তার আগে করেন মাত্র ৫ রান।
চতুর্থ উইকেটে ৮৮ রান যোগ করে প্রাথমিক বিপদ সামাল দেন জয়সওয়াল ও ঋষভ পন্ত। কিন্তু পন্ত ৩০ রানে বিদায় নেওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন। পরের সারির কোনো ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেনি। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। ভারতকে গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেছেন কামিন্স ও স্কট বোল্যান্ড। সামন ৩টি করে উইকেট নেন এই দুই পেসার। নাথান লায়নের শিকার ২টি। বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন স্টার্ক ও ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৭৪/১০
ভারত প্রথম ইনিংস: ৩৬৯/১০
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৩৪/১০
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫৫/১০