বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

ব্যাংক খাতের বিভিন্ন অনিয়মে উদ্বেগ অর্থনীতি সমিতির

  • সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২.২১ পিএম
  • ৯ জন

ব্যাংকের খেলাপি ঋণ আদায়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও বিগত সরকারের আমলে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে অধ্যাপক ড. আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. জাকির হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটির সহসভাপতি ড. নুরুল আলম তালুকদার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোক্তার কবির খান, ড. গুলজার নবী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন রিফাত, মোহাম্মদ আলী, ড. মো. মাহফুজুর রহমান, আবুল হাসান আবছার, নির্বাহী সদস্য কাজী জগলুল আকবর ও মো. ছাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সাক্ষাতে আজিজুর রহমান এই উদ্বেগ জানান। খেলাপি ঋণ আদায়ের অগ্রগতি ও ভবিষ্যতে যেন জাতিকে খেলাপি ঋণের বোঝা আর বহন করতে না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও জোরদার করার সুপারিশ করেন তিনি। বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয় এবং এর অগ্রগতি সময়ে সময়ে দেশের জনগণকে অবহিত করার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন তিনি।

আজিজুর রহমান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার অনুরোধ করেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com