ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বড়দিনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শহরটির মেয়র ইগর তেরেখভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানান।
মেয়র তেরেখভ লেখেন, খারকিভ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনও শহরের দিকে ধেয়ে আসছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আঞ্চলিক গভর্নর দাবি করেছেন, তাঁর হিসাব মতে, রাশিয়া অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে খারকিভে। হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, প্রতিটি বড় হামলার প্রস্তুতির জন্য সময় নেয় রাশিয়া। এটি কখনোই একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। শুধু লক্ষ্যবস্তু নয়, সময় ও তারিখেরও একটি সচেতন পছন্দ এটি। পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে।