তুরস্কে নতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির শ্রম ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ভেদাত ইসিখান এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।
তুর্কি টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য ন্যূনতম মজুরি ২২ হাজার ১০৪ লিরা হিসেবে নির্ধারণ করেছি। আমরা ন্যূনতম মজুরি গ্রহণকারী প্রতিটি কর্মীকে সরকারের পক্ষ থেকে দেওয়া ন্যূনতম মজুরি সহায়তা ৭০০ লিরা থেকে বাড়িয়ে এক হাজার লিরা করেছি।
এছাড়া তিনি উল্লেখ করেন যে, ন্যূনতম মজুরি সামাজিক সংলাপের মাধ্যমে নির্ধারণ করা হয় এবং এটি ঠিক করার সময় তারা অর্থনৈতিক ও সামষ্টিক পরিস্থিতি এবং শ্রমিক ও মালিক প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো বিবেচনা করে সবচেয়ে সুষম স্তর অর্জনের জন্য কাজ করেছেন।
২০২৪ সালে তুরস্কের ন্যূনতম মজুরি ছিল ১৭ হাজার ২ তুর্কি লিরা (প্রায় ৪৮৩.২ মার্কিন ডলার)।