ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র বের করে দিতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, যে সব দেশ অবৈধ অভিবাসী ফেরত নেবে না, তাদের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনে স্থান পেলেন ট্রাম্প।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো টাইম বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন। ১৯২৭ সালে শুরু হওয়া টাইম ম্যাগাজিনের এই প্রথা সেই ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বছরের ঘটনাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, তা ভালো বা খারাপ যা-ই হোক না কেন। প্রথমে এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ নামে পরিচিত ছিল।
ট্রাম্প বলেন, ‘আমি তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাই। দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। যদি তারা না নেয়, তাহলে আমরা সেই দেশগুলোর সঙ্গে ব্যবসা করব না। তাদের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করব।’
তিনি আরও বলেন, অভিবাসীদের ফিরিয়ে নিতে না চাইলে দেশগুলোর জন্য ব্যবসা খুব কঠিন করে তোলা হবে। তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প বলেন, ‘অভিবাসীদের ফেরত পাঠাতে যা করার দরকার, আমি করব। আমার কোনো সমস্যা নেই। সত্যিই, যাই লাগুক না কেন। তবে আমি সবকিছুই দেশের আইন মেনেই করব। যদি নতুন ক্যাম্পের (আশ্রয় শিবির) প্রয়োজন হয়, তবে আমি আশা করি খুব বেশি ক্যাম্পের প্রয়োজন হবে না, কারণ আমি তাদের বের করে দিতে চাই এবং তাদের ২০ বছর ধরে ক্যাম্পে রেখে দিতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, অভিবাসীরা পরিবারের থেকে আলাদা হয়ে যাক আমি চাই না। তাই তাদের সবাইকে একসঙ্গে অর্থাৎ, বাবা-মা-সন্তানকে একসঙ্গে পাঠিয়ে দেওয়া হবে।