সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে ৪ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দামি দল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি কয়েক দশকের অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে সাদপন্থি মুখপাত্র মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে লন্ডন-যুক্তরাষ্ট্রে সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার, মা-ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত হামজায় দেশের ফুটবলের সুদিন ফিরবে, আশা ক্রীড়া উপদেষ্টার দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বরণ করতে প্রস্তুত

পরপর দুই ম্যাচে দুই পেনাল্টি মিস এমবাপ্পের, যা বললেন রিয়াল কোচ

  • সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৩.০৯ পিএম
  • ১৭ জন

খুব বড় প্রত্যাশা নিয়েই রিয়াল মাদ্রিদে এসেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার নামের পাশে বিশ্বকাপ শিরোপা। ঠিক দুই বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান। এমবাপ্পে পুরো ফুটবলবিশ্বেই পরীক্ষিত এক নাম। এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা বেশ কিছু দিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেনসেশন।

এখন এমবাপ্পের নামের পাশে বড় হয়ে দেখা দিয়েছে পেনাল্টি মিসের ঘটনা। এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। প্রথমবার লিভারপুলের বিপক্ষে। আর গতকাল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। দুটি দলের বিপক্ষেই রিয়াল মাদ্রিদ হেরেছে। এমবাপ্পের ক্যারিয়ারে এমন বাজে সময় এবারই প্রথম। তবে এমন সময়ে কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপ্পে। ইতালিয়ান এ কোচের মতে, এমবাপ্পেকে আরও অনেক বেশি সময় দেওয়া উচিত।

রিয়াল মাদ্রিদে এমবাপ্পের মূল সক্ষমতার ১ শতাংশ পারফরম্যান্সও দেখা যাচ্ছে না। ম্যাচশেষে সাংবাদিকদের ছিল— এমন মন্তব্যও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার।

আনচেলত্তি বলেন, সে যা করছে তা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে স্বীকার করতেই হবে, এমবাপ্পে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

পেনাল্টি মিস নিয়েও এমবাপ্পেকে মূল্যায়ন করতে রাজি নন তিনি, পেনাল্টি দিয়ে আমি কোনো খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না। কারণ কখনো পেনাল্টি থেকে গোল আসবে, কখনো মিস হবে। অবশ্যই এমবাপ্পে ব্যথিত ও হতাশ। তবে আমাদের এগিয়ে যেতে হবে।

আগের ম্যাচেই পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহ্যাম। এ ম্যাচেই আবার কেন এমবাপ্পেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ—আমার মনে হয়, তারা দুজন (এমবাপ্পে ও বেলিংহাম) কথা বলেছে এবং এমবাপ্পে দায়িত্ব তুলে নিয়েছে। কিন্তু ভালো শট নিতে পারেনি। ফুটবলে এটি হতেই পারে।

ভিনিসিয়ুস জুনিয়রের চোটের কারণে এমবাপ্পেকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও হারাচ্ছেন তিনি। এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না এমবাপ্পের। এমন অবস্থায় রিয়ালের ম্যানেজারও চাইছেন এমবাপ্পেকে সেরা ছন্দে ফিরে পেতে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com