আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেল বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেটে ২৫৪ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ বলে ১৪ চারে ৯৬ রান করেন শারমিন সুপ্তা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। এতদিন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে উইকেট ধরে রেখে সাবধানী শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৯ রান।
৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে ওপেনিং জুটি। তবে অন্য প্রান্তে অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর অধিনায়ক জ্যোতিকে জুটি গড়ে তোলেন শারমিন সুপ্তা।
অবশ্য ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি জ্যোতি। ২৮ বলে সমান সংখ্যক রান করে ক্যাচ দিয়ে ফিরেছেন অধিনায়ক।
শেষ দিকে ইনিংসের ৪৯ তম ওভারে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ আউট হয়ে সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয় শারমিন সুপ্তার। সাজঘরে ফেরার আগে ১৪টি চারের মারে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
শেষ দিকে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)। সফরকারী মেয়েদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন ফ্রেয়া সার্জেন্ট।