দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর মাসজুড়ে এমন আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। ২৮ নভেম্বর সাগরে নিম্মচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের এ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে ওই সময় তাপমাত্রা আবার বাড়বে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ১ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমে শীত অনুভূত হবে।
সূত্রঃ কালের কন্ঠ