মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অসামরিক মহাকাশ অনুসন্ধানে নাসার সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর তিন মাসে সর্বোচ্চ খেলাপি ঋণ আদায় চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, শেষ পর্যন্ত লড়ার বার্তা বেইজিংয়ের ছোট সাজ্জাদকে নিয়ে প্রকাশ্যে মহড়া, মাইকে যে বার্তা দিল পুলিশ ড. ইউনূসের সঙ্গে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদলের বৈঠক ব্যাংককে বৈঠক একটি, কিন্তু দু’দেশের বক্তব্য দু’রকম কেন? ফরিদপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ৭ ভোজ্যতেলের দাম নির্ধারণে ত্রিপক্ষীয় বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের আরো ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ ঢাকায় আসছেন দুই মা‌র্কিন কর্মকর্তা ও মিয়ানমারের রাষ্ট্রদূত

ভারত সফরে আসছেন পুতিন

  • সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬.১৭ পিএম
  • ৯৩ জন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব শিগগিরই পুতিনের ভারতের সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে এই সফরে।

চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন মোদি। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তারপর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান ভারতের প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন বারণ সত্ত্বেও রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। একই সঙ্গে, গত কয়েক মাসে একাধিক বার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে মোদি যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমেরিকার সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনো সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। সেই আবহে এ বার ভারতে আসছেন পুতিন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com