সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

কেন্দ্রে মোট ভোটার ৬, সমান সংখ্যক ভোট পেলেন কমলা-ট্রাম্প

  • সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২.১৯ পিএম
  • ২০ জন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অন্যান্য অংশে আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচ নামের ছোট গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়।

সেখানে ছয়জন নিবন্ধিত ভোটার। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই তাদের ভোট গ্রহণ ও ভোট গণনা শেষ হয়েছে। ফলাফলে ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমানসংখ্যক ভোট পেয়েছেন।

ভোট গণনায় দেখা গেছে, ছয়টি ভোটের মধ্যে কমলা পেয়েছেন তিন ভোট, ট্রাম্পও তিন ভোট পেয়েছেন। অর্থাৎ প্রথম ফলাফলে কমলা ও ট্রাম্পের লড়াইটা সমানে সমান।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের দিনে প্রথম ভোট হয় নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে শহরে। স্থানীয় নির্বাচনি আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে।

ঐতিহ্য অনুযায়ী, গতকাল সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা ভোট দেন। বাদ্যযন্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় সেখানে সাংবাদিকদের ভিড় জমেছিল।

১৯৬০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন।

২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোট গ্রহণের রীতি চালু হওয়ার পর থেকে বাইডেন দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, যিনি ওই শহরের সব ভোটারের ভোট পেয়েছিলেন।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বেশির ভাগ ভোটকেন্দ্রে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে।

গত জানুয়ারিতে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইপর্বে প্রেসিডেন্ট পদে প্রত্যাশী নিকি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিল ডিক্সভিল নচের বাসিন্দারা। পরে অবশ্য হ্যালি প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ান এবং ট্রাম্প প্রার্থী হিসেবে মনোনীত হন।

জানুয়ারিতে হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিলেও গতকাল মধ্যরাতের ভোটের ফলাফলে দেখা গেছে, ডিক্সভিল শহরটির তিনজন ভোটার ট্রাম্পকে ভোট দেননি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com