আগামী ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলে মিলছে বড় পরিবর্তনের আভাস। দল থেকে ছেড়ে দেওয়া হতে পারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল ও মিচেল স্টার্ক। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে এমনটিই।
অধিনায়ক শ্রেয়াসকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে জানা যাচ্ছে, তার সঙ্গে মতবিরোধ রয়েছে কলকাতার। তার নেতৃত্বে সবশেষ আসরে দল চ্যাম্পিয়ন হলেও খুব একটা ভালো ছিল না তার পারফরম্যান্স। তাছাড়া ২০১২ সালে ১২.২৫ কোটিতে তাকে কেনার পর ২০২৩ মৌসুমে খেলতে পারেননি তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২৯ ম্যাচে ৩৪.১৪ গড় ও ১৪০ স্ট্রাইক রেটে তার রান ৭৫২।
শ্রেয়াসের মতো বাদ পড়তে পারেন লম্বা সময় ধরে কলকাতাকে সার্ভিস দেওয়া রাসেল। ২০১২ সাল থেকে ফ্র্যাঞ্চাইজিতে খেলে আসছেন এই তারকা। দলের সাফল্যে বরাবরই ভূমিকা রাখেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে সাম্প্রতিক সময়ে তার ফিটনেস নিয়ে আছে প্রশ্ন। যে কারণে রাসেলকে রিটেন করার পক্ষে নয় কেকেআর।
অন্যদিকে গত মৌসুমে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে ভেড়ায় কেকেআর। মৌসুমে ১৪ ম্যাচে ১০.৬১ ইকোনমিতে ১৭ উইকেট নিয়েছেন এই পেসার। তবে তার পারিশ্রমিক নিয়ে আছে প্রশ্ন। যে কারণে তাদের ছেড়ে দিয়ে নিলাম থেকে আবারও দলে টানা প্লান করছে কেকেআর।
তবে এই ক্রিকেটারদের রিটেন করতে না চাইলেও আনক্যাপড হিসেবে হর্ষিত রানা এবং রিঙ্কু সিংকে রিটেন করার পথেই হাঁটছে কেকেআর।