মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

রাফিনিয়ার তিনে ৯ বছরের দুঃখ ভুলেছে বার্সেলোনা

  • সময়: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯.৫৮ এএম
  • ২৪ জন

এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে তখনো দর্শকরা ঠিকঠাক বসতে পারেননি। তার আগেই বায়ার্ন মিউনিখের জালে বার্সেলোনার গোল। যে দলটির কাছে একের পর এক বিব্রতকর হারে বারবার মাথা হেঁট হয়েছে বার্সা সমর্থকদের, সে দলের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই গোল! রূপকথার মতো সেই শুরু শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্নকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

হ্যাটট্রিক করে বার্সেলোনার জয়কে মধুর করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচের প্রথম মিনিটে সে গোলের পর ৪৫ ও ৫৬ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর মধ্যে ৩৬ মিনিটে বার্সেলোনার অন্য গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

প্রথম মিনিটে গোল হজমের পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বায়ার্ন। দলটির তারকা ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ১৮ মিনিটে একটি শোধও দিয়েছিলেন। তবে সে গোল শেষ পর্যন্ত বাভারিয়ানদের জন্য সান্ত্বনার হয়ে থেকেছে।

এই জয়ের এবারের লিগ পদ্ধতির ইউরোপসেরার লড়াইয়ে ৩ ম্যাচে বার্সেলোনা পেল ৬ পয়েন্ট। আর এই জয়ের মধ্য দিয়ে বায়ার্নের বিপক্ষে বার্সেলোনার জয়খরাও শেষ হলো। টানা ছয় হারের পর প্রথমবার জার্মান ক্লাবের বিপক্ষে জয়ের মুখ দেখল তারা। ২০১৫ সালের মে মাসের পর এই প্রথম বাভারিয়ানের বিপক্ষে হারাতে সক্ষম হলো কাতালানরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com