দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৮১ রান। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। ৮৭ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ।
বুধবার ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। বৃষ্টি ও আলোকস্বল্পতায় আজ সারা দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৮২ রান।
১১২ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে রেকর্ড ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ।
জাকের আলি ১১১ বল মোকাবেলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করে আউট হন। অষ্টম উইকেটে অফ স্পিনার নাইম হাসানের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মিরাজ।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪০.১ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। জবাবে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ১০৫ রান করা বাংলাদেশ এরপর মাত্র ৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।
১১২ রানে ৬ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি অনিক। তাদের কল্যাণেই ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে লিড নেওয়ার সুযোগ পায় বাংলাদেশ।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে যা অবস্থা, তাতে টাইগারদের পরাজয় বলতে গেলে নিশ্চিত। আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনে লেজের ব্যাটসম্যানদের নিয়ে মিরাজ কতটা লড়াই চালিয়ে যেতে পারবেন তা হলফ করে বলা মুশকিল। তবে বৃষ্টি ভাগ্য ফেবার না করলে টাইগারদের হার এড়ানো কঠিন হয়ে যাবে।