সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চলবে নেতানিয়াহু

  • সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ১৮ জন

হিজবুল্লাহর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানসমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন তিনি এ কথা জানান।

রোববার ইসরাইলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরাইলি সেনা নিহত হয়। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছেন ৬০ জন।

হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরাইলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

হিজবুল্লাহ বলেছে, ইসরাইলি হামলার জবাব দিতে তারা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরাইলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরাইল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে কমপক্ষে এক হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ইসরাইলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলার পর গতকালই লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান–অধ্যুষিত এলাকায় চালানো ওই হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গত সপ্তাহে বলেছে, ইসরাইল–লেবানন যুদ্ধে এ পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com