সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

হঠাৎ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল

  • সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩.৩০ পিএম
  • ২৩ জন

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত ১ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এই হামলার জবাব দিতে ছক কষছে তেল আবিব। এরই মধ্যে মঙ্গলবার হঠাৎ গ্যালান্টের সফর বাতিলের খবরটি আসে।

গ্যালান্টের বুধবারের পরিকল্পিত সফরের আগে প্রথমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ দুই সরকারপ্রধানের মধ্যে ফোনালাপের কথা রয়েছে।  সেখানে ইরানের হামলার করণীয় নিয়ে কথা বলতে পারেন তারা।

এ দিকে গ্যালান্ট কেন তার সফর বাতিল করেছে সে কারণ বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এ বিষয়ে জানতে সাংবাদিকদের ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু ও গ্যালান্টের কার্যালয় এ ব্যাপারে জানতে চাইলে  তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের এইমাত্র জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার ওয়াশিংটন সফর স্থগিত করবেন।’

হঠাৎ করে ইসরাইল প্রতিরক্ষামন্ত্রী সফর বাতিল হওয়ার তেল আবিব-ওয়াশিংটন সম্পর্কে কি কোনো ছেদ পড়েছে? এমন গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছে এই মার্কিন মুখপাত্র।

সাবরিনার দাবি, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এবং গ্যালান্টের মধ্যে ‘সুসম্পর্ক’ রয়েছে। দুপক্ষ ৮০ বারের বেশি কথা বলেছেন।

তিনি বলেন, ‘আপনি খোলামেলা আপনার বন্ধুদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনি সবসময় কোনো বিষয়ে সবকিছুতে একমত নাও হতে পারেন।  তবে এর অর্থ এই নয় যে আপনাদের মধ্যে কোনো উত্তেজনা রয়েছে’।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com