খাগড়াছড়িতে ঘতে যাওয়া পাহাড়ি-বাঙালি সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটি জেলাতেও। এই ঘটনায় এই পর্যন্ত চারজনের মৃত্যুর খবর জানা গেছে।
খাগড়াছড়ির ঘটনার রেশ ধরে রাঙামাটিতে গতকাল শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বাড়িঘর এবং দোকানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে যায়। বর্তমানে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।