সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

ভারতের সঙ্গে ডোনাল্ড লু’র বৈঠক, যা বললেন জয়সওয়াল

  • সময়: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২৪ এএম
  • ৫৮ জন

বাংলাদেশে দুই দিনের সফর শেষে ভারতের দিল্লিতে যান আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাতে নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা ছাড়াও আলোচনা হয় জ্বালানি ও মহাকাশ নিয়েও।

সোমবার এই বৈঠক নিয়ে একটি মিডিয়া নোট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই বৈঠকটিকে উল্লেখ করা হয় ‘ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগ’ হিসেবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রনধির জয়সওয়াল।

বৈঠকে মার্কিন প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের প্রধান উপ-সহকারী প্রতিরক্ষা সচিব জেদিদিয়া পি. রয়েল।

ভারত থেকে দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আলাপে অংশ নেন। তারা হলেন- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি।

এই আলোচনায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারেই কথা হয়। প্রতিরক্ষা, মহাকাশ ও বেসামরিক বিমান চলাচল, পরিবেশবান্ধব জ্বালানি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলাপ করেন চারজন। কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক ও বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনে একটি কার্যকর ও টেকসই শান্তিপূর্ণ সমাধান। সেইসঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার ব্যাপারেও সমর্থন জানান তারা।

ভারতের সঙ্গে চলমান অংশীদারিত্ব আরও বৃদ্ধি এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের জন্য আমেরিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড লু ও জেদিদিয়া পি. রয়েল। ভারত ও আমেরিকার মধ্যে এর আগেও এ ধরনের বৈঠক হয়েছে। এ নিয়ে বৈঠক হলো ছয়বার। এবার বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে কিনা তা মার্কিন মিডিয়া নোটে উল্লেখ করা হয়নি।

এর আগে বাংলাদেশ থেকে ঘুরে যান মার্কিন এই প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের ৩৮ দিনের মাথায় ঢাকায় আসে ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল। যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com