ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত এক মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়েও আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, অর্থনীতিকে গতিশীল করতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের উদ্যোগে আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা। সেখানে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা।
আইসিসি সভাপতি মাহবুবুর রহমান এ সংলাপে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। তিনি বলেন, জাতীয় পর্যায়ের এই সংলাপে ব্যবসায়ীদের ১৫টি সংগঠনের উদ্যোক্তারা কথা বলবেন।
সূত্রঃ যমুনা টিভি