সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

নওগাঁয় রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২৫ পিএম
  • ৩২ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৪ সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহসহ দুটি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রায় দেন।

বিবাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মিনহাজ জানান, তারেক রহমানকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দুটি খারিজ করে দেন নওগাঁ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

তিনি আরও জানান, ২০১৪ সালে তৎকালীন ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভি ও সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেন। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন।

এদিকে, মামলা থেকে তারেক রহমান অব্যাহতি পাওয়ায় আজ দুপুরে নওগাঁ আদালত চত্বরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র নাজমুল হক সনির নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com