দীর্ঘ ১ মাস ছাত্র-জনতার আন্দোলনে ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ২য় বার স্বাধীনতা লাভ করে। ১৬ বছর পর আওয়ামী ফ্যাসিবাদীদের বাংলাদেশ থেকে উপরে ফেলা হয়। আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীরা বর্তমানে জেলে অবস্থান করছে ও কিছু পলাতক। আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (স্বৈরাচারী হাসিনা) তার বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যায়। বর্তমানে তার বিরুদ্ধে এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিলিয়ে ১’শ খানিক মমলা পরেছে। এই বাংলাদেশ ২.০ বর্তমানে সংস্কারের পথে। এখন বাংলার মানুষ কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে, যা ফ্যাসিবাদীদের সময় অসম্ভব ছিল। ফ্যাসিবাদীরা এই বাংলার মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। কিন্তু ছাত্র-জনতার প্রবল তোপের মুখে পড়ে, এই ফ্যাসিবাদীদের দেশে থেকে পালিয়ে যেতে হয়েছে। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশ এগিয়ে যাক এবং সত্যের জয় হােক এই কামনা করি। বাড নিউজের পক্ষ থেকে জানাই ২য় বার স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা।
প্রকাশকঃ ই জি