সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

ক্ষোভের আগুনে পুড়ছে গাজীর কারখানা

  • সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২.২৪ পিএম
  • ৩০ জন

জনগণের ক্ষোভের আগুনে পুড়ছে গাজী টায়ারের কারখানা। এ নিয়ে দ্বিতীয় দফায় কারখানায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা। রাত সাড়ে ১০টার দিকে রূপসী কাজী টায়ার কারখানায় এই ঘটনা ঘটে। রাত থেকেই চলছে গাজীর কারখানায় লুটপাট।দিকে কারখানায় লুটপাট করতে আসা বেশ কয়েকজন নিখোঁজের খবর রয়েছে।

জানা গেছে, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর রূপগঞ্জের আরেক স্বৈরাচার গোলাম দস্তগীর গাজী লেজ গুটিয়ে পালিয়ে যায়। গত ৫ আগস্ট রাতে বিক্ষুদ্ধ জনতা ও ভুক্তভোগীরা রূপসীর গাজী টায়ার কারখানায় আগুন দেয়। এরপর থেকে গাজীর কারখানায় জনতা লুটপাট চালায়।

এদিকে,  গত  শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে। রোববার বিকেলে গাজীর ফাসির দাবীতে রূপগঞ্জের বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। গাজী গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গোটা রূপগঞ্জের জনতা গাজী টায়ার কারখানায় আগুন দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করছে।
রূপসী এলাকার সেলিম আহম্মেদ জানান, ‘এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। বিগত ১৫ বছরে রূপগঞ্জে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে ফেলেছে গাজী ও তার লোকজন।’ খাদুন এলাকার একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাগো আড়াই বিঘা জমি দহল কইরা নিছে এই গাজী। আল্লায় বিচার করছে।অনেক মাইনসের ক্ষতি করছে এ গাজী।এদিকে, লুটপাট করতে এসে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনরা কারখানার সামনে আহাজারি করে বলেছে।

সুত্র: কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com