ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে না কেউ। তবে জানা যায়, শুক্রবার মধ্যরাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেঘালয়ের শিলং পাহাড়ে উঠতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
পান্নার ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন পান্না। ভারতে পালিয়ে যেতে তিনি সিলেটে আসেন। সীমান্ত পাড়ি দিয়ে গত শুক্রবার রাত ১২টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে ওঠার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।