ইলিশের দাম ক্রেতাসাধারণের নাগালে রাখতে ভারতে রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এর পরও দেশের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দাম কমেছে মনে করে ক্রেতারা বাজারে ইলিশ কিনতে গিয়ে বিমুখ হচ্ছে। বিক্রেতারা বলছেন, এখন ইলিশের ভরা মৌসুম থাকলেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না।
এতে বাজারে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম চড়া।