গণঅভ্যুথানে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং বাংলাদেশের অভ্যান্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খানের সভাপতিত্বে সদস্য সাচিব অ্যাডভোকেট রকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন টুয়েল,জাকির হোসেন,ফারুক হোসেন সাইদুর,কাজী রুবায়েতরশিদ সাব্বির,রিপন হোসেন,মঈন খান,শরীফ হোসেন ও সাদ্দাম হোসেন প্রমুখ।