পাকিস্তানে অনুষ্ঠিত রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেছিলেন সৌদ শাকিল। ভাগ বসিয়েছিলেন ৬৫ বছরের পুরনো এক রেকর্ডে। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০তম ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সেই তিনি দ্বিতীয় দিনে এসে তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে যা তার তৃতীয় সেঞ্চুরি।এদিন শাকিলের আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দ্রুত ব্যাট চালিয়ে পাকিস্তানের রানের চাকা সচল রাখার সঙ্গে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন রিজওয়ান।
এই দুই ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এখন পাকিস্তান।