ভারত থেকে হু হু করে আসা পানি ও টানা বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়েই চলেছে। এতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যে বিভিন্ন উপজেলার ১০ লক্ষাধিক মানুষ এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন।
নদীর চর তীরবর্তী শত শত মাছের ঘের, পুকুর, দিঘি, আউশ ধান, আমনের বীজতলা, শাকসবজিসহ নিম্নাঞ্চলের ফসলাদি তলিয়ে গেছে।