বিসিবি- এর জরুরি সভায় পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এখন নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।
দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় দেখতে চাই। কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’