বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)- এর জরুরি সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত হন নাজমুল হাসান পাপন। তিনি এই সভাতেই ঘোষনা দেন তিনি সভাপতির দ্বায়িত্বে আর থাকছেন না।
প্রায় এক যুগ এই গুরু দ্বায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। তবে থাকছেন পরিচালক পদে।