কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া একটি ছেলের ৪ তলার রড ধরে ঝুলতে থাকা ভিডিও অনলাইন জগতে বেশ আলোড়ন তোলে। ভবনের ছাদের ঝুলেও মেলেনি রেহায়।পুলিশ এসে পর পর ৬ রাউন্ড গুলি চালায় ছেলেটির দিকে। এমন নির্মম ঘৃণিত কাজে মানুষ প্রতিবাদ ও সমালোচনা করে। পরবর্তীতে জানা গেছে, ছেলেটি মারা যায়নি। বেঁচে আছে পায়ে পুলিশের ছোড়া গুলির আঘাত নিয়ে।